Sunday, 2 February 2020

লেখা আহ্বান! লেখা আহ্বান!! লেখা আহ্বান!!!

সভ্যতার ক্রমবিকাশ আর বিজ্ঞান ও বিশ্বায়নের চরম উৎকর্ষতার যুগে একঝাক মেধাবী তারুণ্যের পদচারণায় এবং বাংলা সাহিত্যের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর গুরুতপূর্ণ ভূমিকায় প্রকাশিত হতে যাচ্ছে তারুণ্যের মুখপাত্র।

 

দ্বিমাসিক তারুণ্যের পাথেয়.....               
                        "দ্বিমাসিক বসন্ত"

চলুন জেনে আসি প্রথম সংখ্যায় কী কী থাকছে:

*কুরআন ও হাদিসের গবেষণামূলক প্রবন্ধ 
* গল্প ও প্রবন্ধ (৫০০-৮০০) শব্দের হতে হবে৷
* শর্তঃ ১০ কপি ম্যাগাজিন অর্ডার করতে হবে। 

★ কবিতা ১৬/৩০ ও ছড়া (৮-২৪) লাইনের হতে হবে৷
(লেখার সাথে পূর্ণ নাম, ঠিকানাসহ মোবাইল নাম্বার,ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম। নতুবা গ্রহনযোগ্য হবে না।)
*শর্তঃ ০৫ কপি ম্যাগাজিন অর্ডার করতে হবে 

★ শিশু-কিশোর বিভাগে ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে৷ এক্ষেত্রে নিজের নাম, শ্রেণী, শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ ঠিকানা লিখতে হবে৷

★ সাধারণ বিভাগঃ
       ★ প্রবন্ধঃ 
বিজ্ঞান ও দর্শন বিষয়ে লেখা বেশি প্রাধাণ্য পাবে৷ যেমনঃ মহাকাশ বিজ্ঞান ,ভূ-বিজ্ঞান ,মনোবিজ্ঞান , উদ্ভিদ বিজ্ঞান , পদার্থ বিজ্ঞান , র‍সায়ন, পরিবেশ বিজ্ঞান, এবং দর্শন বিষয়ে যে কোন শাখার যে কোন বিষয়!
* ছড়া/ কবিতা
* ভ্রমন কাহিনি
* মুক্তিযুদ্ধের সোনালী পাতা

★ নারী বিভাগঃ
    * সফল নারীর গল্প (গল্প যখন গপ্পো নয়)
    * রেসিপি (রান্নাঘর)
    * সৌন্দর্যে প্রতিদিন (বিউটি টিপস্)

★শিশু-কিশোর বিভাগঃ
     * বড় গল্প
     * অণুগল্প 
     * ছোটদের ছড়া(শিশুতোষ)
     * সায়েন্সফিকশন
     * ধারাবাহিক উপন্যাস

★বিনোদন পর্বঃ
  *রম্য রচনা
  *রম্য ছড়া
  *কৌতুক
   *চিত্রপট[মোবাইল এ ধারন কৃত ছবি] 
  * মুঠোফোনের ক্ষুদে বার্তা

★ পাঠকের পাতাঃ
  * খোলা চিঠি
   * মতামত

*প্রত্যেকে সর্বোচ্চ ২টি পর্বে অংশগ্রহণ করতে পারবেন 
*লেখা দিতে হবে দ্বিমাসিক বসন্ত পেইজ এর ইনবক্সে অথবা ই-মেইল  bbm20.info@gmail.com 
*অথবা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের ই-মেইলে অথবা Raisul Islam, অনিরুদ্ধ অনিমেষ আইডি তে।

প্রিয় সাহিত্যপ্রেমি বন্ধুগণ,
আর দেরি কেন?শেয়ার কিংবা ম্যানশন করে আপনার বন্ধুকে জানিয়ে দিন। পাঠিয়ে দিন আপনার লেখাটি।

  ★কিছু প্রতিনিধি ও বন্ধুমহল প্রয়োজন। যারা নিজ উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করবেন।তারা যোগাযোগ করুন। 

বি:দ্র: যে বিভাগে আপনি লেখা পাঠাবেন তার উপরে অবশ্যই সে বিভাগের নাম লিখতে হবে।

Wednesday, 6 March 2019

Image may contain: 1 person, beard and eyeglasses"আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।"
___নির্মলেন্দু গুন।

Thursday, 21 February 2019

সূচনা (কাব্যগ্রন্থ - ঘুম নেই) 
 - সুকান্ত ভট্টাচার্য

ভারতবর্ষে পাথরের গুরুভার :
এহেন অবস্থাকেই পাষাণ বলো,
প্রস্তরীভূত দেশের নীরবতার
একফোঁটা নেই অশ্রুও সম্বলও।
 
অহল্যা হল এই দেশ কোন্ পাপে
ক্ষুধার কান্না কঠিন পাথরে ঢাকা,
কোনো সাড়া নেই আগুনের উত্তাপে
এ নৈঃশব্দ্য ভেঙেছে কালের চাকা।
 
ভারতবর্ষ! কার প্রতীক্ষা করো,
কান পেতে কার শুনছ পদধ্বনি?
বিদ্রোহে হবে পাথরেরা থরোথরো,
কবে দেখা দেবে লক্ষ প্রাণের খনি?
 
ভারতী, তোমার অহল্যারূপ চিনি
রামের প্রতীক্ষাতেই কাটাও কাল,
যদি তুমি পায়ে বাজাও ও-কিঙ্কিনী,
তবে জানি বেঁচে উঠবেই কঙ্কাল।
 
কত বসন্ত গিয়েছে অহল্যা গো---
জীবনে ব্যর্থ তুমি তবু বার বার,
দ্বারে বসন্ত, একবার শুধু জাগো
দুহাতে সরাও পাষাণের গুরুভার।
 
অহল্যা-দেশ, তোমার মুখের ভাষা
অনুচ্চারিত, তবু অধৈর্যে ভরা;
পাষাণ ছদ্মবেশকে ছেঁড়ার আশা
ক্রমশ তোমার হৃদয় পাগল করা।
 
ভারতবর্ষ, তন্দ্রা ক্রমশ ক্ষয়
অহল্যা! আজ শাপমোচনের দিন;
তুষার-জনতা বুঝি জাগ্রত হয়---
গা-ঝাড়া দেবার প্রস্তাব দ্বিধাহীন।
 
অহল্যা, আজ কাঁপে কী পাসাণকায়!
রোমাঞ্চ লাগে পাথরের প্রত্যঙ্গে;
রামের পদস্পর্শ কি লাগে গায়?
অহল্যা, জেনো আমরা তোমার সঙ্গে।।

☵ লেখা আহ্বান! লেখা আহ্বান!! লেখা আহ্বান!!! সভ্যতার ক্রমবিকাশ আর বিজ্ঞান ও বিশ্বায়নের চরম উৎকর্ষতার যুগে একঝাক মেধাবী তারুণ্যের পদচার...